সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আজ মঙ্গলবার নতুন আরেকজনকে ভর্তি করা হয়েছে। বিকেলের দিকে ভর্তি হওয়া এ রোগী একজন নারী (৪০)। তিনি সুনামগব্জ সদর উপজেলার বাসিন্দা। ভর্তি হওয়া এ রোগীর ডায়রিয়া হচ্ছে অনেক। সাথে কিছু জর ছাড়াও রয়েছে কিডনীতে সমস্যা এ নিয়ে হাসপাতালে পুণরায় রোগীর সংখ্যা দাড়িয়েছে ১১ জন এ।
কোভিড-১৯ সন্দেহের রোগী প্রতিদিন আসছেন বিভিন্ন জায়গা থেকে। শামসুদ্দিন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হচ্ছে এসব রোগীদের। প্রতিদিন নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয় পরীক্ষা করার জন্য। সেখান থেকে রিপোর্ট নেগেটিভ আসলে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় সন্দেহভাজন রোগীদের।
গতকাল সোমবার বিকেল পর্যন্ত শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ইউনিটে রোগী ছিলেন ৭ জন। রাতে করোনার উপসর্গ থাকায় নতুন করে ৩ জনকে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আরেকজন নারী ভর্তি হওয়ায় সব মিলিয়ে এখন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন এ। এদের মধ্যে রয়েছেন ৬ জন নারী ও ৫ জন পুরুষ।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি কয়েকজনের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে। ফলাফল আসলে জানা যাবে এদের মধ্যে কেউ করোনা আক্রান্ত কি-না। আর নতুন রোগীদের নমুনা সংগ্রহ করা হয়েছে আজ। আগামিকাল বুধবার এসব নমুনা পাঠানো হবে ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে।
Leave a Reply