কয়েক মাস আগে জার্মানির বিশ্বকাপজয়ী কোচ জোয়াকিম লুভ ঘোষণা দেন, ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে দায়িত্ব ছাড়বেন তিনি। শেষ পর্যন্ত তাই হতে যাচ্ছে। ইউরোর পর জার্মানির কোচ থেকে সরে দাঁড়াবেন তিনি। ইউরো শেষে তাঁর পরিবর্তে জার্মানির কোচ হিসেবে দেখা যাবে বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগ জেতানো হান্স ফ্লিককে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) গতকাল মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছে। ফলে চলতি মৌসুম শেষে হান্স ফ্লিকই হতে যাচ্ছেন লুভের উত্তরসূরি। সদ্য বায়ার্ন মিউনিখ ছাড়া ফ্লিকের সঙ্গে তিন বছরের চুক্তি সেরেছে জার্মানি। নতুন চুক্তির পর সংবাদ সংস্থা এএফপিকে ফ্লিক বলেন, ‘চমকে দেওয়ার মতোই দ্রুত সব হয়ে গেল। এই শরৎ থেকে জার্মানির কোচের দায়িত্ব পেয়ে আমি খুশি। আমার আর তর সইছে না। কারণ, খেলোয়াড়দের মান সম্পর্কে জানি, বিশেষ করে তরুণদের।’ ১৮ মাস বায়ার্নকে সামলানোর পর হঠাৎ করে পদত্যাগ করেন ফ্লিক। যদিও তাঁর অধীনে দারুণ ছন্দে উড়ছিল বায়ার্ন। তাঁর কোচিংয়েই গত আসরে চ্যাম্পিয়নস ট্রফিসহ হ্যাটট্রিক শিরোপা জেতে জার্মানির ক্লাবটি। জিতেছে বুন্ডেসলিগার টানা নবম শিরোপা। ফ্লিকের হাত ধরেই বার্সেলোনার পর দ্বিতীয় দল হিসেবে ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন বছরে ছয় শিরোপা জয়ের কীর্তি গড়ে। অন্যদিকে জার্মানিকে বিশ্বকাপ জিতিয়েছেন লুভ। তাঁর অধীনেই ২০১৭ কনফেডারেশন কাপ জেতে জার্মানি। লুভের সঙ্গে জার্মানির চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত থাকলেও হঠাৎ করে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি।
Leave a Reply