বার্সেলোনা থেকে বিদায় নিয়েছেন আর্তুরো ভিদাল। বার্সার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির কাছ থেকে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা পেয়েছেন তিনি। নতুন মৌসুমে ইন্টার মিলানে যোগ দিচ্ছেন এই চিলিয়ান মিডফিল্ডার। দুই মৌসুমের জন্য মেসির সঙ্গে খেলেছিলেন ভিদাল। ২০১৮ সালে যোগ দিয়ে ৬৬ ম্যাচে ১১ গোল তুলেছিলেন তিনি। ২০২০/২১ মৌসুমে সিরি আ’য় দেখা যাবে ৩৩ বছর বয়সী এই তারকাকে। ভিদালের বিদায়ে ইনস্টাগ্রামে লিও মেসি লিখেছেন, ‘আমরা শুধু প্রতিপক্ষ হিসেবে একে অপরকে চিনতাম। সবসময়ই তোমাকে একজন ফেনোমেনন হিসেবে দেখেছি। আমি সৌভাগ্যবান যে তোমাকে ব্যক্তিগতভাবে জানার সুযোগ পেয়েছি। তোমাকে জানার পর আরও অবাক হয়েছি।’ নতুন ক্লাবে পাড়ি জমানো বন্ধু ভিদালকে শুভ কামনা জানিয়ে আর্জেন্টাইন মহাতারকা বলেন, ‘দুই বছর এক সঙ্গে থেকেছি। এর মধ্যে তোমার অনেক কাজ ছিল নজর কাড়া। ড্রেসিং রুম তোমাকে মিস করবে, আর্তুরো। নতুন ক্লাব ও নতুন অভিজ্ঞতার শুরুতে তোমাকে শুভ কামনা জানাই। অবশ্যই আবারও আমাদের দেখা হবে।’ মেসির উত্তরে ভিদাল বলেছেন, ‘ধন্যবাদ, অ্যালিয়েন। আমি সম্মানিত ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে মাঠে নামতে পেরে। তোমার বন্ধুত্বের জন্য ধন্যবাদ। এরইমধ্যেই তোমাকে মিস করা শুরু করে দিয়েছি। শীগগিরই আমাদের দেখা হবে।’
Leave a Reply