সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ পরীক্ষাগারে আরো এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়ে। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
রবিবার ওসমানী মেডিকেল কলেজে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, করোনা টেস্টে পজেটিভ আসা ঐ নারীর (২৫) সিলেটের একটি হাসপাতালে সিজার হয়। পরে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে রবিবার ওসমানীর ল্যাবে তার করোনা পরীক্ষা করা হয়। আজ তার রিপোর্ট এসেছে তিনি করোনায় আক্রান্ত।
সোমবার সকালে তাকে ওসমানী মেডিকেল কলেজ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply