গতকাল ছিল জুম্মার দিন। সপ্তাহের এই বিশেষ দিনে বলিউড ডিভা সারা আলি খান ও তাঁর মা অমৃতা সিং আজমির শরিফ দরগাহ পরিদর্শনে যান। এবারই অবশ্য প্রথম নয়, প্রথম সিনেমা মুক্তির পর মাকে নিয়ে সেখানে গিয়েছিলেন সারা।মা ও মেয়ে দুজনই পরেছিলেন ভারতীয় ঐতিহ্যিক পোশাক। দুজনের মুখেই মাস্ক ছিল। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে সারা আলি খান লিখেছেন, ‘জুম্মা মুবারক।’ ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে সব সময়ই ভারসাম্য রাখেন সারা। যখনই অবসর পান, মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে সময় কাটান।সম্প্রতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। একদিন আগে উপহার হাতে সাইফ-কারিনার বাড়িতে যেতে দেখা যায় সারাকে।সারা আলি খানকে সবশেষ বরুণ ধাওয়ানের বিপরীতে ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমায় দেখা গেছে। তাঁকে আগামীতে ‘অতরঙ্গি রে’ সিনেমায় দেখা যাবে। এতে রয়েছেন অক্ষয় কুমার ও ধানুশ। সিনেমাটি পরিচালনা করেছেন আনন্দ এল রায়।
Leave a Reply