টিকটক এখন শুধু বিনোদনের মাধ্যমনা ব্যবহার হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করতেও। দেশে জনপ্রিয় টিকটক ব্যবহার করে এবার এগিয়ে এসেছে রাজশাহীর টিকটকাররা। করোনা থেকে রক্ষার অন্যতম উপায় হচ্ছে লকডাউন বা সেলফ আইসোলেশন।আর এই সচেতনতা কার্যক্রমের অংশ হিসাবে নিজেদেরকে সেলফ আইসোলেশনে রেখে তরুণ- তরুণীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে দেশের রাজশাহীর টিকটকার।
বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত ১ মিনিট ২৭ সেকেন্ডের সেই ভিডিওতে ঘরে থাকার জন্য এবং করোনা থেকে রক্ষা পাবার উপায়গুলো বলতে দেখা যায় তাদের। সেখানে সবাই একটি করে পয়েন্ট বলেন করোনা থেকে রক্ষা পেতে করনীয়, আপনার জন্য আমার জন্য দেশের জন্য।
টিকটক রাজশাহী স্কোয়াড (#rajshahisquad) এর এডমিনরা বলেন, আমরা ভাবছিলাম কিভাবে করে আমাদের টিকটক ফ্যানবেজ দিয়ে একটি সচেতনতা কার্যক্রম চালাতে পারি, এরপর আমরা একটিভ ভিডিও কনফারেন্স কল করে সবাইকে যুক্ত করে জানানোর পর আমরা এই ভিডিওটি তৈরি করি।যার মূল প্রতিপাদ্য ছিলো ‘করোনা থেকে রক্ষা পেতে করনীয় এবং বাসায় থাকার অনুরোধ।
ভিডিওটিতে মুতাসিম বিল্লাহ রিফাত, জুবায়ের হোসেন আপন, ফারিয়া ফেরদৌস বর্ষা, সাদমান, মেজবাহ, জেরিন, তৃপ্তি, অন্তরা, রিধি, ফারহানা, নিপা সহ অনেকে অংশগ্রহণ করেন।
Leave a Reply