1. taskin.anas@gmail.com : দ্যা ঢাকা প্রেস : দ্যা ঢাকা প্রেস
  2. mdkawsar8297@gmail.com : দ্যা ঢাকা প্রেস : দ্যা ঢাকা প্রেস
অসহায় সেই ৭৩ বাবা-মাকে 'ঈদ উপহার' দিলেন র‌্যাব কর্মকর্তা — The Dhaka Press
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

অসহায় সেই ৭৩ বাবা-মাকে ‘ঈদ উপহার’ দিলেন র‌্যাব কর্মকর্তা

  • বুধবার, ১৩ মে, ২০২০
  • ১০৯ বার পড়া হয়েছে

অ নিজস্ব প্রতিবেদক, আমাদের সময়: অভিভাবক ও পরিচয়হীন অসুস্থ সেই ৭৩ বাবা-মা ও শিশুদের ঈদ উপহার পৌঁছে দিলেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) অধিনায়ক মোজাম্মেল হক।

মঙ্গলবার(১২ মে) বিকালে র‌্যাব কর্মকর্তা নিজেই রাজধানীর মিরপুরের পাইকপাড়ার চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার (বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশু আশ্রয় কেন্দ্র) যান। সেখানে থাকা অসহায় মানুষগুলোর সঙ্গে দীর্ঘ সময় কাটান। উপহারের মধ্যে রয়েছে- চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। এর আগেও অসহায় মানুষগুলোকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছিলেন র‌্যাবের এই কর্মকর্তা।

মিরপুরের পাইকপাড়ায় দুটি বাড়িতে মিলটন সমাদ্দার নামে এক যুবক ১৬টি কক্ষে ৬৭ জন প্রবীণ ও ছয় শিশুকে আশ্রয় দিয়েছেন। গত ছয়বছর ধরে তিনি তাদের সন্তানের মতোই আদর-স্নেহ করেন। কিন্তু করোনার কারণে আর্থিকভাবে বিপদে পড়েছেন মিলটন। আগে অনেকের সহায়তা পেলেও সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে বৃদ্ধাশ্রমের অসহায় মানুষগুলো। গত ১৯ এপ্রিল ঢাকাটাইমসে ‘করোনায় ভালো নেই পরিবারহীন বাবা-মায়েরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসার পরপরই এলিট ফোর্সটির ব্যাটেলিয়ন প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোজাম্মেল হক অসহায় মানুষগুলোকে দেখতে যান। সেসময় তিনি পরিবারহীন এসব মানুষগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন।

জানা যায়, প্রতিষ্ঠানটিতে যারা থাকছে তাদের বেশির ভাগ পরিবারে নির্যাতনের শিকার। কাউকে রাস্তায় ফেলে রাখার পরে সেখানে ঠাঁই হয়েছে। আবার কাউকে পরিচয় গোপন করে পরিবারের সদস্যরা রেখে গেছেন। কাউকে আবার মানবিক কারণে বস্তির কুঁড়ে ঘর থেকে এখানে এনে রাখা হয়েছে। বয়সের ভারে সবাই বিভিন্ন বার্ধক্যজনিত কঠিন রোগে আক্রান্ত হয়েছেন।

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো খবর

office

34 nawab mansion dhanmondi dhaka

Contact

Email: tdpnewsroom@gmail.com

contact:01979899122

© All rights reserved 2020 thedhakapress

প্রযুক্তি ও কারিগরি সহায়তাঃ WhatHappen