ব্রাহ্মণবাড়িয়ায় এবার এক নারী মেডিকেল অফিসার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। বর্তমানে তিনি ময়মনসিংহে তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন। এনিয়ে জেলাটিতে আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মাদ একরাম উল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ডা. মুহাম্মাদ একরাম উল্লাহ জানান, ওই চিকিৎসকের নমুনা সংগ্রহ করার পর তিনি ময়মনসিংহে চলে গেছেন। মঙ্গলবার দুপুরে তার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। তিনি কীভাবে আক্রান্ত হলেন সেটি বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, ওই চিকিৎসক তার শ্বশুরবাড়ি আখাউড়া থেকে বিজয়নগরে গিয়ে দায়িত্ব পালন করতেন। তাকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
Leave a Reply