ফের ভারতের বিনোদন জগতে মৃত্যুর খবর ৷ কিটো ডায়েট বা প্রোটিনে ডায়েট করে মারা গেলেন বলিউডের বাঙালি অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়। শুক্রবার বেঙ্গালুরুর এক নার্সিং হোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷অভিনেত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কিটো ডায়েট করছিলেন তিনি। তা থেকেই কিডনি ফেইলিওর হয়ে প্রাণ হারালেন মিষ্টি।বলিউডের বেশ কয়েকটি ছবি ও জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজ করেছেন মিষ্টি। বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। ম্যায় কৃষ্ণা হু, লাইফ কি তো লগ গয়ির মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল ৷ বহু ছবিতে আইটেম ডান্সেও দেখা যায় তাঁকে ৷ একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন মিষ্টি মুখোপাধ্যায়৷
Leave a Reply