বাজারে চলে এসেছে বিশ্বনন্দিত ল্যাপটপ ও মোবাইলের ব্র্যান্ড লেনোভো এর ইয়োগা সিরিজের নতুন ল্যাপটপ Lenovo Yoga 740 এবং এরই মধ্যে সমালোকদের দৃষ্টিও কেড়েছে , তবে মানে নয়; দামে!
এটিতে থাকছে ১৪ ইঞ্চির আইপিএস টাচস্ক্রিন ডিসপ্লে যার রেজুলেশন ১৯২০*১০৮০, ইন্টেল কোর এর প্রসেসর ( Intel Core i5-10210U) অথবা Core i7-10210U), সর্বোচ্চ ১৬ জিবি ডিডিআর ফোর র্যাম, ১ টেরাবাইট এর এসএসডি স্টোরেজ, দুইটি টাইপ সি ৩.১ এর পোর্ট, একটি ইউএসবি ৩.১ পোর্ট এবং একটি অডিও জ্যাক পোর্ট ও ওয়াইফাই-ব্লুটুথ নেটওয়ার্ক শেয়ারিং এর সুবিধা।
কিন্তু থাকছে না কোন ফোরকে ভিডিও রেজুলশনের ভিডিও বা ছবি দেখার সুবিধা, মাত্র ১টি ইউএসবি পোর্ট, থাকছে না এইচডিএমআই পোর্ট এবং কোন এসডি স্লটও। থাকছে না ডেডিকেটেড গ্রাফিক্স এর সুবিধাও। চাইলে আপনি লেনোভো এর একটিভ (পেন-2)ও কিনতে পারেন বাইরে থেকে কিন্তু এটি রাখার কোন স্লটও পাচ্ছেন না ল্যাপটপের সাথে। দাম ধরা হয়েছে বাজার ভেদে প্রায় ৮০০ থেকে ৯০০ মার্কিন ডলারের মত। অথচ এই দামে এইচপি এর Envys এবং Spectres বা মাইক্রোসফট এর Surface Pros এবং Surface সিরিজের ল্যাপটপেও আপডেটেড কনফিগারেশন পাবেন।
তবে খুশির খবর হল, আলোচ্য ল্যাপটপের তুলনায় লেনোভো সি ৭৪০ এর মেকানিক্যাল পার্ফর্মেন্স অনেক ভাল। সাধারণ ব্যাবসায়িক কাজে বা বিনোদনের জন্য ওয়েব ব্রাউজিং এমন কি একসাথে গুগল ক্রমে ২০টার বেশি ট্যাব খুলেও ল্যাগ ফ্রি ভাবে কাজ করতে পারা যাবে অনায়েশে।
কিন্তু 4k সুবিধা না থাকায় এবং ডেডিকেটেড গ্রাফিক্স না দেয়ায় এতে গ্রাফিক্সজনিত কাজ গুলো ভাল ভাবে করা সম্ভব হবে না। তাই বলা যায়, বাজেট কোন বিষয় নাহলে, একজন সাধারণ ব্যবহার কারীর জন্য Lenovo C740 খুবই ভাল পছন্দ তবে একটু প্রফেশনাল ব্যবহার কারীর জন্য হয়তো অভিজ্ঞতা সুখকর নাও হতে পারে!
Leave a Reply