চীনা স্মার্টফোন কোম্পানি শুক্রবার অপ্পো এ ৫২ কে উন্মোচন করেছে। ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
অপ্পো এ ৫২ ফোনে পাবেন ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন ২৪০০x১০৮০ পিক্সেল। এতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল ও পাঞ্চ হোল ডিজাইন দেওয়া হয়েছে। ৬ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ থাকছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। যার প্রধান ক্যামেরা ১২ মেগাপিক্সেল, এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ডেপ্থ ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
Leave a Reply