1. taskin.anas@gmail.com : দ্যা ঢাকা প্রেস : দ্যা ঢাকা প্রেস
  2. mdkawsar8297@gmail.com : দ্যা ঢাকা প্রেস : দ্যা ঢাকা প্রেস
অপো রেনো৫ এর প্রি-অর্ডার শুরু — The Dhaka Press
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

অপো রেনো৫ এর প্রি-অর্ডার শুরু

  • বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ২০৬ বার পড়া হয়েছে

স্মার্টফোন অপো রেনো৫- এর প্রি-অর্ডার (অগ্রিম ক্রয়াদেশ) নেয়া শুরু হয়েছে। সম্প্রতি একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে অপো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেনো৫ স্মার্টফোনটি ফ্যান্টাসি সিলভার এবং স্টারি ব্ল্যাক–এ দুটি ভিন্ন রঙে পাওয়া যাবে। দাম পড়বে ৩৫,৯৯০ টাকা। যেসব গ্রাহকরা প্রি-অর্ডার করবেন তারা নানা উপহার পাবেন– যেমন: এনকো ডব্লিউ ১১ ওয়ারলেস ইয়ারফোন; ৩৯৯০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট। তাছাড়া, বিভিন্ন টেলিকম ব্যবহারকারীদের জন্যও রয়েছে নানা অফার। জিপি (গ্রামীণফোন) গ্রাহকরা জিরো শতাংশ সুদে ১২ মাসের ইএমআই সুবিধা নিয়ে এই সেটটি কিনতে পারবেন।

যারা জিপি সিমটি ট্যাগ করবেন তাদের কানেকশনটি স্বয়ংক্রিয়ভাবে জিপি গোল্ড স্টার স্ট্যাটাসে রূপান্তরিত হবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। রবি ব্যবহারকারীরা সর্বমোট ১২ জিবি ডেটা বান্ডেল ফ্রি পাবেন–টানা ৩ মাসের জন্য মাসে ৪ জিবি। বাংলালিংক ব্যবহারকারীরা প্রতি মাসে ১ জিবি করে সর্বমোট ১২ জিবি ইন্টারনেট প্যাকেজ পাবেন। এর সাথে ডেটা প্যাক ক্রয়ের উপর ২০০ শতাংশ বোনাসও থাকছে।

প্রি-অর্ডার করা গ্রাহকরা গ্যাজেট অ্যান্ড গিয়ার, দারাজ এবং পিকাবু থেকে জিরো শতাংশ সুদে ১২ মাসের ইএমআই সুবিধা উপভোগ করে মোবাইল ফোনটি ক্রয় করতে পারবেন। দৈনন্দিন জীবনের সেরা মুহূর্তগুলো ক্যামেরাবন্ধি করে রাখতে রেনো৫ এ ৬৪ মেগাপিক্সেলের কোয়াডক্যাম ম্যাট্রিক্সের সাথে এআই মিক্সড পোর্টেট এবং ডুয়াল-ভিউ ভিডিও মোড আছে। সম্পূর্ণ কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরে (ফ্যান্টাসি সিলভারের) রেনো৫ ফোনটি ৭.৮ মিমি এবং ওজনে ১৭১ গ্রাম। রেনো৫ এর প্রিমিয়াম ডিজাইনে চকচকে পেছনের প্যানেলেটি দেখতে অনেকটা মিল্কিওয়ের মতো। এতে রয়েছে ৫০ ওয়াট ফ্ল্যাশ চার্জ, যা ফোনটির ৪,৩১০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির ৮০ শতাংশ মাত্র ৩১ মিনিটে চার্জ করতে পারবে। ৮ ন্যানোমিটার স্ন্যাপড্রাগন ৭২০ জি চিপসেট, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ সুবিধা থাকা এই ফোনটি তরুণদের মনোমুগ্ধ করবে।

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো খবর

office

34 nawab mansion dhanmondi dhaka

Contact

Email: tdpnewsroom@gmail.com

contact:01979899122

© All rights reserved 2020 thedhakapress

প্রযুক্তি ও কারিগরি সহায়তাঃ WhatHappen