1. taskin.anas@gmail.com : দ্যা ঢাকা প্রেস : দ্যা ঢাকা প্রেস
  2. mdkawsar8297@gmail.com : দ্যা ঢাকা প্রেস : দ্যা ঢাকা প্রেস
যে ৩ জন হলেন অপোর অ্যাম্বাসেডর — The Dhaka Press
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

যে ৩ জন হলেন অপোর অ্যাম্বাসেডর

  • সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৬৫ বার পড়া হয়েছে

সম্প্রতি, নিজেদের ‘অ্যাম্বাসেডর ক্যাম্পেইন’ -এর সমাপ্তি ঘোষণা করেছে অপো বাংলাদেশ। এ ক্যাম্পেইনে অপো ফ্যানরা ব্র্যান্ডটির সাথে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। অংশগ্রহণমূলক এ অনলাইন ক্যাম্পেইনটি গত ১৮ অক্টোবর শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলে। অনুষ্ঠিত এ ক্যাম্পেইনের মাধ্যমে অপো ফ্যানদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে ফ্যানরা অপো বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে ছবি কিংবা ভিডিও’র মাধ্যমে অপোর সাথে তাদের গল্প শেয়ার করেন। এ ক্যাম্পেইনে অপো অ্যাম্বাসেডর হিসেবে তিনজনকে বিজয়ী নির্বাচিত করা হয়। ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার পুরস্কার হিসেবে পান অপো এফ১৭ প্রো এবং দ্বিতীয় বিজয়ীকে পুরস্কৃত করা হয় অপো ওয়াচ দিয়ে।

ফ্যানদের আরও কাছে পৌঁছাতেই এ ক্যাম্পেইন চালু করে অপো। ‘অ্যাম্বাসেডর ক্যাম্পেইন’ -এ ব্যবহারকারীরা জানান কেনো তারা অপোর স্মার্টফোন বেছে নিয়েছেন। এর পাশাপাশি, ফ্যানরা আরও শেয়ার করেন ফোনের পারফরমেন্স এবং বিক্রয়োত্তর সেবা নিয়ে তাদের অভিজ্ঞতা সহ নানা বিষয়। এ ক্যাম্পেইনে অপো ফ্যানদের কাছ থেকে অভুতপূর্ব সাড়া পায়।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের জমা দেয়া হাজার হাজার ছবি ও ভিডিও থেকে সেরা ছবি ও ভিডিও’র ভিত্তিতে তিনজনকে বিজয়ী নির্বাচন করা হয়। ক্যাম্পেইনে গ্র্যান্ড উইনার হন উদ্যোক্তা লুৎফুন নাহার। উদ্যোক্তা হিসেবে অনলাইনে নিজের কার্যক্রম পরিচালনা করেন লুৎফুন নাহার। গ্র্যান্ড উইনার হিসেবে তাকে অপো এফ১৭ প্রো দেয়া হয়। দ্বিতীয় বিজয়ী হলেন মোহাম্মদ মাজহারুল ইসলাম। পেশায় সমাজকর্মী মাজহারুল ইসলামকে পুরস্কার হিসেবে দেয়া হয় ৪১ এমএম অপো ওয়াচ। এবং তৃতীয় বিজয়ী হলেন সজল। বিজয়ীদের অপো অ্যাম্বাসেডর করা হয়।

প্রতিদিনের জীবনে নানামুখী ব্যবহারের ভালো স্মার্টফোন কেনো গুরুত্বপূর্ণ এবং স্মার্টফোন কীভাবে তাদের সৃষ্টিশীলতা বিকাশে কিংবা নানা কাজে সহায়তা করে তা ক্যাম্পেইনের মাধ্যমে জানান বিজয়ীরা। তারা আরও জানান, অসাধারণ পারফরমেন্স ও ক্রিস্টাল-ক্লিয়ার ক্যামেরার মাধ্যমে অপো ফোন কীভাবে তাদের আরও বেশি কিছু অর্জনে সহায়তা করেছে।

ক্রেতাদের প্রয়োজনের সাথে যুক্ত করতে তরুণদের ব্র্যান্ডদের হিসেবে অপো ধারাবাহিকভাবে নানা অংশগ্রহণমূলক ক্যাম্পেইন নিয়ে আসছে। ফ্যানদের সাথে যুক্ত হতে নিকট ভবিষ্যতে আরও ক্যাম্পেইন নিয়ে আসার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ অপো।

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো খবর

office

34 nawab mansion dhanmondi dhaka

Contact

Email: tdpnewsroom@gmail.com

contact:01979899122

© All rights reserved 2020 thedhakapress

প্রযুক্তি ও কারিগরি সহায়তাঃ WhatHappen