ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ভোট অধিকার হরণ করে একতরফা নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আজকে ভোট অধিকার নেই, রাতে ভোট হয়ে যায়। প্রশাসন ভোট দিয়ে দেয়, যে প্রশাসন ছিল রাষ্ট্রের আজকে সেই রাষ্ট্রের কাজ না করে তারা একদলীয় যন্ত্রে পরিণত হয়েছে। তারা দেশের জন্য কল্যাণকর নয় ধ্বংসকর। প্রশাসন থাকবে জনগণের ও রাষ্ট্রের উপকারের জন্য। আর আজকে দলীয় স্বার্থের জন্য প্রশাসন ব্যহৃত হচ্ছে। এটা ধ্বংসের আলমত।বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দাওয়াহ্ বিষয়ক উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকারিয়া হামিদীসহ অন্যান্যরা। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ।
Leave a Reply