খান জাহিদ,ভোলাঃ ভোলার লালমোহন উপজেলার বদরপুরে নারায়ণগঞ্জ থেকে আসা ব্যক্তিদের বাড়িতে থাকতে বলায় ৪ জনকে মারধর ও কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড সাতবাড়িয়া আ: রব মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, গত ৯ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত এলাকা নারায়ণগঞ্জ থেকে বদরপুর ৯নং ওয়ার্ড আ: রব মাতাব্বর বাড়িতে ইউনুছ নামের ব্যাক্তি ও তার ছেলে মনির, ইমরানসহ এবং কুলসুম নামের এক মহিলা আসেন। তাদের বাড়িতে আসার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও ওসিকে অবহিত করেন স্থানীয় লোকজনরা। এসময় ইউএনও এবং ওসি স্থানীয়দের মাধ্যমে আগতদেরকে বাড়ি থেকে বের না হওয়ার আদেশ দেন। ইউএনও এবং ওসি’র নির্দেশ মেনে ইউনুসসহ আগতদের বাড়িতে থাকতে বলায় ইউনুুুসের ভাতিজা ফারুক বাড়ি থেকে দৌড়ে এসে জিন্নাহ ও রিপনকে মারধর এবং কুপিয়ে জখম করে।
একপর্যায়ে তাদেরকে উদ্ধার করতে বজলু, লোকমান আসলে তাদেরকেও গুরুতর আহত করে আগতরাসহ তাদের স্বজনরা। স্থানীয়রা উদ্ধার করে আহতদের লালমোহন হাসপাতালে আনলে গুরুতর আহত জিন্নাহকে ভোলা সদর হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
Leave a Reply