রাজধানীর উত্তরায় টিসিবি’র নায্য মূল্যের বিক্রির সংবাদ সংগ্রহকালে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা১৮ডটকমের স্টাফ রির্পোটার নুরুল আমিন হাসানের উপর হামলা করেছে ছাত্রলীগ নেতা। হামলাকারী ওই নেতা হলে উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় দক্ষিণখান থানাধীন আজমপুর রেলগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় সাংবাদিক হাসান বাম হাতে, বুকে ও কোমড়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ সময় তার ব্যবহৃত ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর সাংবাদিক হাসান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত ওই সাংবাদিক বলেন, দুপুর ১২টার দিকে খবর পাই দক্ষিণখান থানাধীন আজমপুর রেলগেট এলাকায় টিসিবি’র নায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। সেখানে একদল প্রভাব খাটিয়ে তা নিয়ন্ত্রণ করছে। সেই সাথে তাদের খেয়াল খুশিমত ব্যক্তিদের কাছে পণ্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যাই।
তিনি আরও বলেন, পরে নিউজ পোর্টালের ফেসবুক পেইজ থেকে টিসিবি’র পণ্য বিক্রি লাইভ করা শুরু করি। এ সময় হঠাৎ ২/৩ জন এসে আমার উপর চড়াও হয়। পরবর্তীতে লাইভ চলাকালেই জনি ও মৃদুলসহ কয়েকজন আমার মোবাইল ও ক্যামেরা টেনে-হিঁচড়ে নিয়ে যায়। তখন তারা লাইভ বন্ধ করে দেয়।
সাংবাদিক হাসান বলেন, আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করে। পরবর্তীতে আমাকে জনি নামের এক ছাত্রলীগ নেতা আমাকে মারতে মারতে পাশের দোতলায় নিয়ে যায়। সেখানে ছিলেন উত্তরা পূর্ব থানা যুবলীগ নেতা রুবেল ও দক্ষিণখান থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ।
আহত সাংবাদিক বলেন, আমি কিছু বুঝে উঠার আগেই তারা মারধর শুরু করে দিয়েছে। বারবার জিজ্ঞাসা করার পরও তারা মারধরের কারণ বলেনি।
এ বিষয়ে হামলাকারী উত্তরা পূর্ব থানার প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জনির ফোন নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোনটি ধরেননি।
তবে উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন প্রধান বলেন, জনি আমার কর্মী ঠিকই। কিন্তু সে অটোস্ট্যান্ড নিয়ন্ত্রণকর্তা মোশোরফ হোসেনের সঙ্গেই চলাফেরা করে। কি কারণে সাংবাদিকের উপর হামলা করেছে তা বিস্তারিত জানি না। তবে এর দায়ভারও আমি এড়াতে পানি না।
Leave a Reply