স্যামসাংয়ের নতুন ফোনের দেখা মিলেছে ইউটিউবে। বেজেলহীন, নচহীন ফোনটি গ্যালাক্সি নোট ২০ বলে ধারণা করা হচ্ছে।
ফোনটির ডিজাইন অনলাইনে ফাঁস হয়নি বরং স্যামসাংয়েরই একটি এসির বিজ্ঞাপনে ৫৫ সেকেন্ডের মাথায় ফোনটির দেখা মিলেছে। ইউটিউবে বিজ্ঞাপনটি ছাড়া হয় গত বুধবার।
সেখানে নতুন উইন্ড ফ্রি এয়ারকন্ডিশনার কিভাবে ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তা দেখানো হয়েছে। সেখানেই অচেনা ফোনটি দেখা যায়।
এখন বাজারে স্যামসাংয়ের যে মডেলগুলো রয়েছে সেগুলোর সঙ্গে ফোনটির কোনো মিল নেই। সর্ম্পূণ ডিসপ্লের ফোনটি স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম দ্য ইলেক জানায়, ২০২০ সালে স্যামসাংয়ের ফোনে আন্ডার ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তি দেখা যাবে। এ প্রযুক্তির ফোনে পাঞ্চহোল ক্যামেরার উপরে ট্রান্সপারেন্ট ডিসপ্লে থাকবে। ফলে বাইরে থেকে কোনো নচ দেখা যাবে না। পপ-আপ ক্যামেরারও আর প্রয়োজন হবে না।
গত অক্টোবর থেকে ডিসপ্লেগুলোর উৎপাদন শুরু হয়েছে। তবে আদৌ ফোনটির নাম গ্যালাক্সি নোট ২০ হবে কিনা তা জানা যায়নি।
Leave a Reply