1. taskin.anas@gmail.com : দ্যা ঢাকা প্রেস : দ্যা ঢাকা প্রেস
  2. raselripe@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  3. mdkawsar8297@gmail.com : দ্যা ঢাকা প্রেস : দ্যা ঢাকা প্রেস
শীঘ্রই বাজারে আসছে লেদার ফিনিশের লাকি অরেঞ্জ অপো এফ ১৭ — The Dhaka Press
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধান খবর
স্যাম অল্টম্যানকে বরখাস্ত করায় বোর্ডের পদত্যাগ দাবি করেছে ওপেনএআই স্টাফ স্যাম অল্টম্যান যোগ দিচ্ছেন মাইক্রোসফটে দাম কমলো সোনার বাংলাদেশে আইইএলটিএসর ‘ওয়ান স্কিল রিটেক’ চালু নিজস্ব প্রতিবেদক মুকেশ আম্বানির উত্তরাধিকার, রিলায়েন্সের পর্ষদে নিয়োগ পেলো তিন সন্তান ঢাবিতে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রফেশনাল মাস্টার্সে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নতুন বছরের শুরুতেই কেন ইলন মাস্ক হারালেন ২০০ বিলিয়ন ডলার? যেভাবে ভ্রমণ করবেন ঢাকা-কলকাতার রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে  স্মার্টফোন নির্দিষ্ট সময়ে বন্ধ করবেন যেভাবে গ্রামীণফোনের স্কিটো হ্যাকাথনে বিজয়ী ‘সার্কিট ব্রোকার্স’

শীঘ্রই বাজারে আসছে লেদার ফিনিশের লাকি অরেঞ্জ অপো এফ ১৭

  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ১২১ বার পড়া হয়েছে

প্রযুক্তিগত উৎকর্ষতায় স্মার্টফোন জগতে অতুলনীয় গ্লোবাল ব্র্যান্ড অপো শীঘ্রই দেশের স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে তাদের নতুন হ্যান্ডসেট অপো এফ ১৭। তরুণ প্রজন্মের চাহিদা মেটাতে ও স্মার্টফোনের উৎসাহীদের মনে জায়গা করে নিতে এই আল্ট্রা স্লিক হ্যান্ডসেটে থাকছে লেদার ফিনিশিং টেক্সচার। পাশাপাশি অসাধারণ স্মার্টফোন ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে এতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার ক্রিস্টাল ক্লিয়ার ক্ল্যারিটিতে ধরে রাখতে পারবেন আপনার পছন্দের সব মুহুর্ত।

মাত্র ৭.৪৫ মিলিমিটারের স্লিম এবং ১৬৩ গ্রামের খুবই হালকা ফোনটিতে গোলাকার এজ-এর ব্যবহারে আরো স্বাচ্ছন্দ্য মিলবে। তরুণদের স্মার্টফোন ব্যবহারে অনন্য মাত্রা যোগ করতে ফোনটির পেছনের থাকছে লেদার টেক্সচারের নান্দনিকতার ছোঁয়া। পাশাপাশি তরুণদের লাইফস্টাইলকে প্রতিনিধিত্ব করবে এর চমৎকার লাকি অরেঞ্জ রঙ।

অপো এফ সেভেন্টিনে স্ন্যাপড্রাগন ৬০০ সিরিজের শক্তিশালী চিপসেট, ৮ গিগাবাইট র‍্যামের সাথে থাকছে ক্ষমতাসম্পন্ন জিপিইউ। স্মার্টফোন ব্যবহারের অনন্য মাত্রা দিতে অপোর নিজস্ব র‍্যাম+ এন্টি-ল্যাগ সুবিধা উচ্চ গ্রাফিক্সের গেমিং-এর ক্ষেত্রেও চমৎকার পার্ফরম্যান্স দেবে।

ফোনটির ক্রিস্টাল ক্লিয়ার কোয়াড রিয়ার ক্যামেরায় অসংখ্য ফিল্টারে ফুটে উঠবে ব্যবহারকারীর প্রতিটি অনুভূতি। নাইট মোড, এআই বিউটিফিকেশন ২.০ এবং আরো বেশকিছু ফিচারে যেকোন আলোক পরিস্থিতিতে অনন্য সব সেলফি তোলা যাবে, যেগুলো তাৎক্ষনিকভাবে সোশাল প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে। উদ্ভাবনী নানান মোডের ব্যবহারে স্মার্টফোন ফটোগ্রাফি উৎসাহীরা চমৎকার রঙে আশাপাশের সৌন্দর্যকে আরো সুন্দরভাবে তুলে আনতে পারবেন।

বিনোদন অভিজ্ঞতাকে আরো আনন্দদায়ক করে তুলতে অপো এফ সেভেন্টিনে থাকছে ৬.৪৪-ইঞ্চির বিশাল এফএইচডি ওএলইডি ডিসপ্লে এবং ৪,০১৫ অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি। আর এই ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য এ ফোনে ব্যবহার করা হয়েছে অপোর নিজস্ব ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০।

একটি নিরবচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতার জন্য এ স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড টেন-এর ওপর ভিত্তি করে তৈরি অপোর নিজস্ব কালারওএস ৭.২। ১২৮ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ এর ফোনটিতে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং ফোনের অ্যাক্সেসে দ্রুততা নিশ্চিত করতে থাকছে ফেস আনলক এবং সর্বাধুনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট।

তরুণদের চমক দিতে লেটেস্ট সব ফিচারের এফ সেভেন্টিন একটি আকর্ষণীয় প্রাইস পয়েন্টে বাজারে আনতে প্রতিশ্রুতিবদ্ধ অপো।

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো খবর

office

34 nawab mansion dhanmondi dhaka

Contact

Email: tdpnewsroom@gmail.com

contact:01979899122

© All rights reserved 2020 thedhakapress

প্রযুক্তি ও কারিগরি সহায়তাঃ WhatHappen