ধ্বংসের প্রায় দ্বারপ্রান্তে কিশোর সমাজ। এখান থেকে ফিরিয়ে আনা আর মনে হয় সম্ভব নয়।বাংলাদেশ থেকে free fire and pubg বন্ধ করে দেয়া হোক,
করোনার সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় বাসায় বসে অনলাইন ক্লাস এর নামে, এসব গেমের আসক্তি যেন দিন দিন বেড়েই চলেছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে শিশু-কিশোর যুবক- যুবতিদের এই আসক্তি থেকে বের করে আনার জন্য অভিভাবকদের সবচাইতে বড় ভূমিকা পালনের সময় এখন।একটি জাতি ধ্বংস করতে হলে আগে যুব সমাজ নিধন করা দরকার।।আদরের ছোটো ভাইয়েরা এখন বিপদ গামী।অনেক প্রান ও ঝরেছে এই গেম এর জন্য
Leave a Reply