বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। ঢাকার AIUB বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের হাতে গড়ে ওঠা এমনি একটি সংগঠন সময় ফাউন্ডেশন আর্ত-মানবতার সেবায় বরাবরের মতো আবারো এগিয়ে এসেছে শ্রমজীবী মানুষের পাশে।
মঙ্গলবার (৩১ মার্চ) থেকে খিলগাও গোড়ান এলাকায় সময় ফাউন্ডেশন শ্রমজীবী মানুষদের জন্য সপ্তাহব্যাপি পুষ্টিকর রান্না করা খাবারের আয়োজন করে চলেছে। কোনরুপ প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়াই সম্পুর্ণ নিজেদের সেচ্ছাদানে পরিচালিত এই কার্যক্রমে প্রতিদিন ২৫০ পরিবারের জন্য মুরগি, সবজি ও খিচুড়ি রান্না করে ঘরে ঘরে পৌছে দিচ্ছে। মাসুম, সুজিত, রুবাইয়াত,অয়ন এবং ইমরানের নেতৃত্বে একদল তরুন সেচ্ছাসেবী রান্না করা খাবার নিয়ে বিভিন্ন বস্তিতে বস্তিতে বিতরণ করেন। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন ঢাকা দক্ষিনের ২ নং সিটি করপোরেশন ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আনিসুর রহমান আনিস।
এ প্রসংগে তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা এবং মানবতার ডাকে সাড়া দিয়ে তিনি তরুন সমাজের এই মহত উদ্দোগে সর্বাত্মক সহযোগিতা করছেন। সমাজের সকল সামর্থ্যবানের উচিত এই সময়ে দুস্থ মানুষের পাশে এসে দাড়ানো।
সংগঠনের প্রতিষ্ঠাতা ইমরান চৌধুরীর কাছে এই সময় সংগঠন এবং বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি জানান এক যুগ আগে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে প্রাকৃতিক দুর্যোগ আইলা আক্রান্ত অসহায় মানুষদের জন্য কিছু করার চিন্তাতে তাদের এই সংগঠনের জন্ম। এরপর একযুগ ধরেই তারা নিভৃতে অসহায় মানুষেদের জন্য কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে করোনা প্রাদুর্ভাবের জন্য দেশজুড়ে সোশাল ডিসটেন্স মেইনটেইন এবং অফিস আদালতে ছুটি হয়ে যাবার জন্য বিপুল সংখ্যক জনগোষ্ঠী কর্মহীন হয়ে পরার দরুন অনেকেই খাদ্য সংকটের মতো মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। এজন্যই সময় ফাউন্ডেশন উদ্দোগ নিয়েছে এরকম পরিবার সমূহের জন্য প্রতিদিন পুষ্টিকর খাদ্যের ব্যাবস্থা করার। তিনি সবার উদ্দেশ্যে আহবান জানান সবাই যেনো এই কঠিন সময়ে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে এসে দাড়ায়।
Leave a Reply