ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়ার পর অন্তত ২১ জনের শরীরে মারাত্মক আকারে অ্যালার্জির লক্ষণ দেখা দিয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। এ অ্যালার্জির সমস্যার কারণে জীবন ঝুঁকিতে পড়তে পারে জানিয়ে দ্রুত চিকিৎসা নিতে হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, ওয়াশিংটনে ৭০ বছরের ওপরে যাদের বয়স তাদের টিকা দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়। কলম্বিয়ায় জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে ফাইজার বায়োএনটেকের টিকা। কিছুদিনের মধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারও অনুমোদন দেবে দেশটি। ইউরোপের শেষ দেশ হিসেবে নেদারল্যান্ডসে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে বুধবার (০৬ জানুয়ারি) শুরু হয় এ কার্যক্রম। নিজেদের টিকা স্পুটনিক ফাইভ ব্যবহারে পাকিস্তানে নিবন্ধন করতে চায় রাশিয়া। এ জন্য পাকিস্তান সরকারের কাছে চিঠি পাঠিয়েছে রুশ সরকার। সবাইকে টিকা নিতে উৎসাহী করার জন্য ফ্রান্সে ডাক্তার এবং টেলিভিশন ব্যক্তিত্বরা টিকা গ্রহণ করেছেন। করোনার টিকা নিরাপদ তা প্রমাণের জন্যই টিকা নিয়েছেন তারা।
Leave a Reply