তৃতীয় দফায় আজ ১৭শ’ ৭৮ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে। শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে চট্টগ্রামের নেভি জেটি থেকে নৌবাহিনীর জাহাজে কোরে তাদের ভাসান চরের উদ্দেশে নেয়া হয়।রোহিঙ্গারা জানান, ভাসানচরের সুযোগ-সুবিধার কথা জেনে সেখানে যাচ্ছেন তারা। ক্যাম্পের আরও অনেকেই যেতে আগ্রহী বলেও জানান রোহিঙ্গারা।গতকাল দুপুরে ও বিকেলে দুই ধাপে কক্সবাজারের উখিয়া ডিগ্রী কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে ৩৬টি বাসে করে ১৭শ’৭৮ জন রোহিঙ্গাকে চট্টগ্রামে নেয়া হয়। রাতে নৌবাহিনীর বোটক্লাব, বিএন কলেজসহ তিনটি স্থানে রাখা হয় তাদের।এর আগে গেল ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ ও ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ভাসান চরে যেতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় ১৫ হাজার রোহিঙ্গা।
Leave a Reply