ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যাত্রাপুরে বৃহষ্পতিবার ভোর রাতে বৃষ্টির সাথে বজ্রপাতে গ্যাসের রাইজার থেকে আগুন লেগে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত শামসুল হক মিয়া।
ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা যায়, ভোর রাতে আকস্মিক বৃষ্টির সাথে প্রচন্ড বেগে বজ্রপাত হচ্ছিল। এসময় ঘরের আঙিনায় থাকা গ্যাসের রাইজারে বজ্রপাত হয়। বজ্রপাতে গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। পরে গ্যাসের রাইজার থেকে আগুন লেগে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট পুলিশ ও স্থানীয় মানুষের সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রনজিৎ কুমার জানান, বজ্রপাতে গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে করে শামসুল হক মিয়ার বসত পুড়ে ছাই হয়ে যায়।
Leave a Reply