২০ বছর ধরে ঘানি টেনে আসছেন ছয়ফুল ও তার স্ত্রী মোর্শেদা বেগম। গরু কেনার সামর্থ্য না থাকায় এ দম্পতি নিজেরাই ঘানি টেনে তেল মাড়াই করে জীবন-যাপন করছেন। এ দম্পতির বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের তেলিপাড়ায়।
জানা গেছে, একটি গরু থাকলেও সেটি মারা গেছে। তার পর থেকে সংসার চালাতে নিজেরাই ঘানি টানছেন। তেল মাড়াই করে যা আয় হয় তা দিয়েই চলছে ৫ জনের পরিবারটি।
ছয়ফুল ইসলাম (৪৫) জানান, প্রতিদিন ৪ থেকে ৬ ঘণ্টা ঘানি টানতে হচ্ছে। গরু কেনার সামর্থ্য নেই তাদের। প্রতিদিন এ কাজ করে ২০০ থেকে ২৫০ টাকা আয় হয়। আর এ আয় দিয়েই চলে তাদের সংসার।
পৈত্রিক সূত্রে পাওয়া মাত্র ৩ শতক জমিতে টিনের ঘরে অতি কষ্টে চলছে তাদের জীবন সংগ্রাম। সামর্থ্য না থাকায় ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালানো বেশ কঠিন।
Leave a Reply