করোনা ভাইরাসে মানুষ যখন দিশেহারা , অনেকেই যেখানে নিজেকে গুটিয়ে নিচ্ছে ঠিক তখন নিজেকে না গুটিয়ে দায়িত্ব নিয়ে চলছে তার মানব সেবা ।সারা দেশে যখন লকডাউন তখন থেকেই সাধারণ মানুষের কথা চিন্তা করা, অসহায় মানুষের জন্য ভাবনা এবং সব সময় তাড়না করে বেড়ায় যে মানুষটার মনে, সেই হলো ডা. মাহবুবুর রহমান।
ঢাকা মেডিকেলের মেডিসিন ডিপার্টমেন্ট এর মেডিকেল অফিসার(অনারারি) ডা. মাহবুবুর রহমান । দেশের এই কঠিন সময়ে তিনি তার সামর্থ অনুযায়ী দাড়িয়েছেন অসহায় দের পাশে ।
শুধু চিকিৎসা সেবাই দেয়া নয় মানুষের সেবার পাশাপাশি নিজের এলাকায় ও তার আশেপাশের এলাকায়, ৬০০শত এর অধিক পরিবারের মাঝে নিত্য দিনের জিনিস ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন তিনি।
মাহবুবুর রহমান জানান, মানুষের পাশে থাকা এবং মানুষকে সেবা করার যে সুযোগটুকু আমি পেয়েছি, তার পিছনে আমার বন্ধুদের অনেক সহযোগিতা ও পরিশ্রম রয়েছে। তাদের ভালোবাসা আর সহযোগিতায় এই পর্যন্ত অনেক মানুষের পাশে দাঁড়াতে পেরেছি ।করোনা নিয়ে জানতে চাইলে ডা. মাহবুবুর রহমান আরো জানান , আমরা এখন একটি অদৃশ্য মহামারীর সাথে যুদ্ধ করছি , ইনশাল্লাহ আশা করছি এই যুদ্ধ অচিরেই থেমে যাবে খুব শীগ্রই । আমি সকল বৃত্তবানদের অনুরোধ করছি সবাই যে যার জায়গা থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ান , যেন ক্ষুদায় না কাঁদে আমাদের এই প্রিয় মাতৃভূমির মানুষেরা ।
Leave a Reply