এবার করোনার থাবা থেকে রেহাই পেলোনা সুদূর সীমান্তবর্তী এলাকা সিলেটের জকিগঞ্জ থানা ও
কোন উপসর্গ ছাড়াই জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার আব্দুল হান্নানের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নমুনা পরীক্ষা করায় তার দেহে করোনা পজেটিভের বিষয়টি ধরা পড়ে। তবে তার শরীরের করোনা উপসর্গ ছিলোনা বলে জানিয়েছেন চিকিৎসক। আক্রান্ত ব্যক্তিকে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে যাদের করোনা পজেটিভ ধরা পড়েছে এরমধ্যে ওই ব্যক্তিও রয়েছেন। তিনিই জকিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জানান, স্টোর কিপার হিসেবে তিনি ২দিন সিলেট থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ আনতে গিয়ে সংক্রমিত হতে পারেন। তার বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারের সবাই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জানান, আক্রান্ত আব্দুল হান্নানের সংস্পর্শে যারা এসেছে তাদের সবার রক্তের নমুনা পরীক্ষা করা হবে।
তিনি জানিয়েছেন, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর বাড়ি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ গ্রামে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, আক্রান্ত ব্যক্তির বাড়ীর লোকজনসহ যারা তার সংস্পর্শে এসেছে খোঁজ খবর নিয়ে তাদেরকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ করছে পুলিশ।
Leave a Reply