জার্মানিতে করোনা যাদের শাপ যাদের বর সন্তানের উপর রাগ করে সম্পত্তি লিখে দিলেন পোষ্য কুকুরকে! সিরিয়ার ৪০ সেনা হত্যার দায় স্বীকার করলো আইএস মার্কিন সেনার উপর হামলার চেষ্টা চীনের! ব্রিজ ভেঙে পড়ে গেল বালুবোঝাই ট্রাক অন্য কোনো দেশে সবাইকে বিনামূল্যে বই দেয়ার নজির নেই: ফরহাদ হোসেন চাঁদপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১৫ বছরে সবচেয়ে বেশি শীতের রেকর্ড, দিল্লি কাঁপছে ১ ডিগ্রিতে গোপালগঞ্জে রেল লাইন থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার গোপালগঞ্জে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই জার্মানিতে করোনা যাদের শাপ যাদের বরসন্তানের উপর রাগ করে সম্পত্তি লিখে দিলেন পোষ্য কুকুরকে!সিরিয়ার ৪০ সেনা হত্যার দায় স্বীকার করলো আইএসমার্কিন সেনার উপর হামলার চেষ্টা চীনের!ব্রিজ ভেঙে পড়ে গেল বালুবোঝাই ট্রাক অন্য কোনো দেশে সবাইকে বিনামূল্যে বই দেয়ার নজির নেই: ফরহাদ হোসেন চাঁদপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন১৫ বছরে সবচেয়ে বেশি শীতের রেকর্ড, দিল্লি কাঁপছে ১ ডিগ্রিতেগোপালগঞ্জে রেল লাইন থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধারগোপালগঞ্জে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বইহোম পাঁচফোড়ন সন্তানের উপর রাগ করে সম্পত্তি লিখে দিলেন পোষ্য কুকুরকে!প্রকাশ : ১ জানুয়ারি, ২০২১ ১৭:২৬অনলাইন ভার্সনপ্রিন্ট করুন printerসন্তানের উপর রাগ করে সম্পত্তি লিখে দিলেন পোষ্য কুকুরকে!কলকাতা প্রতিনিধি:Currently 0/512345গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)সন্তানের উপর রাগ করে সম্পত্তি লিখে দিলেন পোষ্য কুকুরকে!সন্তানদের ওপর রাগ করে নিজের সম্পত্তির একটা অংশ উইল করেছেন স্ত্রীর নামে। আর বাকী অংশ লিখে দিলেন নিজের পোষ্য কুকুরকে। অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। মধ্য বয়সী ওই ব্যক্তির অভিমত পোষ্য কুকুরটিই তার নিজের ছেলের মতো।জানা গেছে ওম নারায়ণ ভার্মা নামে রাজ্যটির ছিন্দওয়ারা জেলার বাদিওয়ারা গ্রামের বাসিন্দা পেশায় কৃষক। পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত সম্পতি তার স্ত্রী চম্পা বাই ও নিজের পোষা নেড়ি কুকুর জ্যাকির নামে লিখে দিয়েছেন। অর্থাৎ ওম নারায়ণের মৃত্যুর পর এই দুইজনেই তার আইনসম্মত উত্তরাধিকারী হবেন।আসলে নানা কারণে ৫০ বছর বয়সী ওম নারায়ণ নিজের ছেলের ওপর অসন্তুষ্ট, তাই তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে স্ত্রী ও পোষ্য জীবকে এই সম্পত্তি লিখে দিয়েছেন তিনি। তবে এও জানিয়েছেন জ্যাকিকে যদি কোন ব্যক্তি নিয়ে গিয়ে তার দেখাশোনা করেন, তবে সেক্ষেত্রে জ্যাকির নামে লিখে দেওয়া অংশের ভাগীদার হতে পারবেন সেই ব্যক্তি।ওম নারায়ণ বলেন, ‘আমার স্ত্রী ও পোষ্য কুকুর-ই আমার দেখাশোনা করে। আমি তাদের কাছে খুবই কাছের মানুষ। আমার মৃত্যুর পর আমার দ্বিতীয় স্ত্রী চম্পা বাই ও পোষ্য কুকুর জ্যাকি আমার গোটা সম্পত্তির মালিক হবে। এবং যদি কোন ব্যক্তি জ্যাকির দায়িত্ব নেয় তবে সেক্ষেত্রে সেই ব্যক্তি জ্যাকির অংশের সম্পত্তির মালিকানা পাবে।’নিজের নামে ২১ একর জমি রয়েছে ওম নারায়ণের। আছে দুই জন স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রীর নাম ধনবন্তী ভার্মা। সেই পক্ষে আছে তিন কন্যা এবং এক পুত্র। দ্বিতীয় পক্ষে দুই কন্যা সন্তান।
Leave a Reply