বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের সাথে লড়ার অন্যতম অস্ত্র ভেন্টিলেটর মেশিন। করোনা মূলত শ্বসনতন্ত্রে আক্রমণ করে বিধায় রোগীকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখে এই ভেন্টিলেতর। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়তে তাই কেমব্রিজ টেকনোলজি হটস্পট টিটিপি ও ডাইসন একই সাথে ভেন্টিলেটর তৈরি করবে। ইতিমধ্যে তারা বাংলাদেশি একটি সৌরবিদ্যুৎ প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপও করেছে। টিটিপি ডাইসনের সঙ্গে ১৫ হাজার ভেন্টিলেটর তৈরিতে কাজ করছে। যার ব্র্যান্ড নাম ‘দ্য কোভেন্ট’।
এটি সহজেই বহনযোগ্য ভেন্টিলেটর, যা ব্যাটারি বা সৌর বিদ্যুতেও চলবে।তবে এখন পর্যন্ত টিটিপি ডাইসনের প্রকল্পটি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে ব্যাটারি শক্তি ব্যবহারের ফলে এটি সাধারণ হাসপাতালগুলোতে যেসব জরুরি চিকিৎসায় ব্যবহার করা হয়, তা থেকে বেরিয়ে আসবে এবং দূরের কোনো হাসপাতালেও ব্যবহার করা যাবে অনায়াসে। এছাড়াও টিটিপি জনিয়েছে, তারা ঢাকার এমই সোলশেয়ার প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী প্রজন্মের সৌর শক্তি নিয়ে কাজ করবে। যৌথ উদ্যোগের লক্ষ্য সোলশেয়ার-এর সোলবক্স প্ল্যাটফর্মের পাওয়ার ভাগ করে নেওয়ার যে সম্ভাবনা সেটির সক্ষমতা অন্তত দশগুণ বৃদ্ধি করা।
বিশ্বব্যাপী অন্তত একশো কোটি মানুষ এখনো বিদ্যুৎ সুবিধার আওতার বাইরে আছেন। তারা এই ভেন্টিলেটর এর সুবিধা পাবেন বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা ।
Leave a Reply