ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক লড়াই বন্ধ দীর্ঘদিন ধরে। তবে ক্রিকেট রাজনীতির মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই জমে ওঠার আভাস মিলছে। আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচনে ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির পাশাপাশি এবার উঠে এসেছে পাকিস্তানের বোর্ড চেয়ারম্যান এহসান মানির নাম।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভস শুরুতে এগিয়ে ছিলেন আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার পথে। বেশিরভাগ সদস্য দেশের সমর্থন তার আছে বলে গুঞ্জন ছিল। পরে বাস্তবতা বদলে যায় দৃশ্যপটে সৌরভের আবির্ভাবে। এখন আবার মানির নাম আসায় লড়াই পাচ্ছে ভিন্ন মাত্রা।
তিন জনের কেউই অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে সংবাদমাধ্যমে জোরেসোরে উচ্চারিত হচ্ছে তাদের নাম।
মনোনয়নপত্র দাখিল, নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে আইসিসির বুধবারের সভায়। তারিখ চূড়ান্তও হতে পারে।
এ দিনের সভার আলোচ্যসূচিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এই সভায়ও বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে আইসিসি অন্তত আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় বোর্ড যদিও বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাড়া দিচ্ছে, তবে নতুন চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম।
Leave a Reply