ইদানিং কালে পোস্ট ভাইরাল হওয়া খুব নিয়মিত ঘটনা। অনেক সময় ভুয়া আইডি থেকেও ঘটে থাকে গুজব ছড়ানোর মত ভাইরাল পোস্ট। তাই প্লাটফর্মে কোনো ব্যবহারকারীর সন্দেহজনক আচরণ কিংবা কোনো পোস্ট দ্রুত ভাইরাল হলে তাকে খুঁজবে ফেইসবুক।
সম্প্রতি সামাজিক মাধ্যমটি এমন ঘোষণা দিয়েছে। এই ব্যবস্থা এর আগে ২০১৮ সালে শুরু করেছিল ফেইসবুক। তবে মাঝখানে এই পরিচয় যাচাই করার প্রক্রিয়াটিতে একটু ঢিলেঢালা অবস্থায় ছিল।তখন বেশকিছু পেইজ এবং প্রোফাইল থেকে দেওয়া পোস্টগুলো অনেক এনগেজমেন্ট হলে সেসবের পরিচয় যাচাই করতে শুরু করে ফেইসবুক।
এক বিবৃতিতে ফেইসবুক বলেছে, তারা আবারও বড় পরিসরে পরিচয় যাচাইয়ের কাজটি শুরু করেছে। এটা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে।ভাইরাল পোস্টের ক্ষেত্রে ফেইসবুক প্রথমে তার পরিচয় জানতে চাইবে। ব্যবহারকারী যদি তার পরিচয় কিংবা ফটো আইডির সঙ্গে না মেলে তাহলে সেই পোস্টগুলোর রিচ কমিয়ে দেবে। যা খুবই কম লোকের কাছে পৌঁছাবে।এছাড়াও পেইজের ক্ষেত্রে তার সব পাবলিকেশন ইনফরমেশন দিতে হবে।
সেটার সঙ্গে না মিললে তাদের পোস্টও রিচ কমিয়ে দেবে ফেইসবুক।ফেইসবুক বলছে, তারা এই আইডিগুলো সংরক্ষণ করবে ব্যবহারকারীর নিরাপত্তার জন্য। তবে সেগুলো কারো সঙ্গে শেয়ার করা হবে না বলেও জানায় মাধ্যমটি।
Leave a Reply