সারা বিশ্বের মত দেশেও প্রচন্ড জনপ্রিয় টিকটক।এই অ্যাপের মাধ্যমে অনেককেই নানান ধরনের ফিল্ম গানে কিংবা ডায়ালগের মাধ্যমে লিপ মেলাতে কিংবা অঙ্গভঙ্গি করতে দেখা যায়। বিশেষ করে টিন এজার থেকে মধ্যব্যয়স্কদের মধ্যে বেশ জনপ্রিয় টিকটক ।সারা বিশ্ব যখন করোনায় আক্রান্ত তখন সব স্তরের মানুষেরাই চেস্টা করছেন নানা ধরনের পদক্ষেপ এর মাধ্যমে সকলকে সচেতন করার। করোনা থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে লকডাউন বা সেলফ আইসোলেশন।আর এই সচেতনতা কার্যক্রমের অংশ হিসাবে নিজেদেরকে সেলফ আইসোলেশনে রেখে তরুণ- তরুণীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে দেশীয় টিকটকার।
বুধবার (১ এপ্রিল) প্রকাশিত ৫৭ সেকেন্ডের সেই ভিডিওতে ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করতে দেখা যায়। সেখানে সবাই বলেন আমরা ঘরে আছি, আপনার জন্য আমার জন্য দেশের জন্য।
টিকটক বাংলাদেশ (#TeamBD) এর ফাউন্ডার আবতাই মাহমুদ আদিব বলেন, আমরা ভাবছিলাম কিভাবে করে আমাদের ফ্যানবেজ দিয়ে একটি সচেতনতা কার্যক্রম চালাতে আরে,এরপর আমরা একটিভ ভিডিও কনফারেন্স কল করে সবাইকে যুক্ত করে জানানোর পর আমরা এই ভিডিওটি তৈরি করি।যার মূল প্রতিপাদ্য ছিলো ‘আমি বাসায়’। আমরা ভাবিনি আমরা এত অভূতপুর্ব সাড়া পাবো।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও গ্রুপের এডমিন জয় সরকার জানান, ২০১৬ সাল থেকেই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা নানা ধরনের সামাজিক সচেতনতা মূলক কাজ করে আসছি।দেশের এই কঠিন মুহুর্তে এটিও এমনি এক চেস্টা।
মডেল ও টিমবিডি এর অন্য এডমিন রাজিয়া সুলতানা লিয়ানা বলেন, বাংলাদেশে টিকটক নিয়ে ভুল ধারণা প্রচলিত আছে যে এটি শুধু বিনোদনের একটি মাধ্যম। কিন্তু কেউ ভাবছেনা এই বিশাল একটা প্লাটফর্ম কে কাজে লাগিয়ে কত সহজে মানুষের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে জনসচতেনতা গড়ে তোলা যায় আমরা চিন্তা করছিলাম সবাই যেহেতু এখন মোবাইলে সময় দিচ্ছে, তাহলে এই প্লাটফর্মকে কাজে লাগিয়েই তো সচেতনতা তৈরি করা যায়।সেই ভাবনা থেকে এই ভিডিও
ভিডিওটিতে সাইফুল ইসলাম রাফি, এফ এ প্রান্ত, সাবা সিদ্দিকা সাবিহা, আফরিন ঊর্মি, সাবরিনা মাহমুদ সুপ্তি, ফারজানা ইয়াসমিন, কলি, রাজিয়া সুলতানা লিয়ানা, ডঃ কাশফিয়া সাইয়েদা রওনক, সামিয়া বিনতে করিম , মোহনা রহমান , জয়া রহমান,নাহিয়ান তক্বী , আবিদ হোসেইন সহ অনেকে অংশগ্রহণ করেন।
Leave a Reply