একজন ট্রাক চালকের বড় একটা সময় পার হয়ে যায় তার চলার পথে। দূর-দূরান্তের পথ পাড়ি দিতে হয় তার গাড়িটার উপরে ভরসা করে। পথের এই দুরত্বে এই গাড়িটিই যেন হয়ে ওঠে তার ঘর। সমগ্র দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের এই ট্রাক চালক’দের জীবনযাপনের গুরুত্ব বুঝে তাদের নিয়ে কাজ করার আগ্রহ দেখান এনার্জিপ্যাক—এর ডেপুটি জেনারেল ম্যানেজার ফাইয়াজ চৌধুরী । সেই সূত্র ধরে এনার্জিপ্যাক-এর ব্র্যান্ড স্পেশালিষ্ট আমিন মাহমুদ-এর মারকম টিমের দিক নির্দেশনায় ও বিজ্ঞাপনী সংস্থা এডিএ-এর সম্মিলিত প্রচেষ্টায় নির্মান করা হয় “আমার গাড়ি, আমার ঘর” নামের বিজ্ঞাপন। প্রোডাকশন হাউজ প্রেক্ষাগৃহ ভিজ্যুয়াল ফ্যাক্টরি’র ডিরেক্টর মুস্তাফী শিমুলের পরিচালনায় এই বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে কীভাবে একটি ট্রাক, একজন চালক এবং তার পরিবারের জন্য জীবিকা অর্জনের মাধ্যমের চেয়েও অনেক বেশি কিছু, ট্রাকটাই তাদের আরেকটি ঘর। গল্পটির মূল চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা নূর ইমরান। গল্পটি প্রাণ পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত কম্পোজার ইমন চৌধুরী’র মিউজিক ও গায়ক শফী মণ্ডলের কণ্ঠে। ‘আমার গাড়ি, আমার ঘর’ বিজ্ঞাপনটির সার্বিক দায়িত্বে ছিলো দেশের অন্যতম ডাটা ড্রিভেন বিজ্ঞাপনী সংস্থা এডিএ। বাংলাদেশের পরিবহন খাতে সুপরিচিত একটি নাম জ্যাক (JAC) ট্রাক। গত ১৪ বছর ধরে বাংলাদেশের ট্রাক চালকদের অন্যতম ভরসার জায়গা হয়ে থাকা JAC-এর ১.৫ টনের লাইট কমার্শিয়াল ভেহিক্যাল থেকে শুরু করে রয়েছে ৫ টনের হেভি ডিউটি ট্রাক।বিশ্বব্যাপী স্বনামধন্য অটোমোবাইল ব্র্যান্ড জ্যাক (JAC) -এর একমাত্র গর্বিত ডিস্ট্রিবিউটর হিসাবে বাংলাদেশের চালক’দের কাছে জ্যাক (JAC) পৌঁছে দিচ্ছে এনার্জিপ্যাক।
Leave a Reply