দেশের বাজারে নতুন একটি হ্যান্ডসেট আনল স্যামসাং। গ্যালাক্সি এ০১ নামের ডিভাইসটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা।
স্যামাসং বলছে, সাশ্রয়ী দামের হ্যান্ডসেট হিসেবে তারা গ্যালাক্সি এ০১ দেশের বাজারে ছেড়েছে।
ডিভাইসটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম।
ফোনটিতে দুই জিবি র্যাম ও ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটিতে রয়েছে ৫.৭ ইঞ্চির এইচডি+ইনফিনিটি-ভি ডিসপ্লে, ডিসপ্লের ওপর মাঝখানে রয়েছে টিয়ারড্রপ নচ। রয়েছে স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর।
পিছনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সামনে আছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, কম দামের মধ্যে দেশের গ্রাহকদের একটা ভালো স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে এ সিরিজ আমরা নিয়ে এসেছি। এই হ্যান্ডসেটটিও তাদের সেই প্রত্যাশা পূরণ করবে।
নীল ও কালো রঙে আনা হ্যান্ডসেটটি দেশে বিক্রি হচ্ছে ৯ হাজার ৯৯৯ টাকায়।
Leave a Reply