পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানোর জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে এই নৌপথে ফেরি, লঞ্চ,স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের নৌযান বন্ধ রাখা হয়েছে বলে বিআইডব্লিউটিসির এজিএম মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।
সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে জানিয় তিনি বলেন, পদ্মা সেতুর ২৫ ও ২৬ নম্বর পিয়ারের ওপর ৩১তম স্প্যান বসানো হচ্ছে। কাজের সুবিধার জন্য এবং জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে জলযান চলাচল বন্ধ রেখেছেন।
শফিকুল জানান, কাঁঠালবাড়ি ঘাট থেকে সর্বশেষ কলমিলতা ফেরিটি ছেড়ে আসে। আর মাওয়া থেকে ছেড়ে যায় শাহপরান। এ দুটি ফেরি গন্তব্যে পৌছানের পর সকাল ১০টার মধ্যে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। অন্য সব নৌযানও বন্ধ রাখা হয়েছে। ১০টার পর আর কোনো নৌযান চ্যানেলে ঢোকেনি।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, ৩১ তম স্প্যানটিই জাজিরা প্রান্তের শেষ স্প্যান। এটি বসে গেলে মাওয়া প্রান্তে আর মাত্র ১০টি স্প্যান বসানো বাকি থাকবে, যা ভরা বর্ষায়ও স্প্যানের ওপর বসাতে কষ্ট হবে না।
Leave a Reply