দেশে করোনা মোকাবেলায় ২৬ দিন ধরে চলছে ফায়ার সার্ভিসের সচেতনতা ও জীবাণুনাশক পানি স্প্রে এর কার্যক্রম।
এরই ধারাবাহিকতায় সোমবার (২০ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং ও জীবাণুনাশক পানি স্প্রে করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পুরান ঢাকার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে শুরু হওয়া এই কার্যক্রমে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপপরিচালক জনাব দেবাশীষ বর্ধন। ফায়ার সার্ভিস অধিদপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) জনাব আব্দুল হালিম, বৃহত্তর ঢাকার সহকারী পরিচালক জনাব সালেহ আহমেদ, জোন কমান্ডার মোস্তফা মহসিনসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন।
কার্যক্রম সম্পর্কে দেবাশীষ বর্ধন বলেন, গত ২৫ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে অধিদপ্তরের মহাপরিচালক এ কাজের উদ্বোধন করেন। এর পর থেকে ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে এই কার্যক্রম চালু আছে। একই সাথে সারা দেশে করোনা প্রতিরোধে পরিচ্ছন্নতার এই অভিযান পরিচালিত হচ্ছে। তিনি জানান, সরকারের অন্য বাহিনীগুলোর সাথে সমন্বিতভাবে করোনা দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস তার কার্যক্রম অব্যাহত রাখবে। উল্লেখ্য, ফায়ার সার্ভিসের উদ্যোগে জীবাণুনাশক পানি রাস্তায় ছিটানোর পাশাপাশি জরুরি কাজে রাস্তায় চলমান বিভিন্ন যানবাহনের চাকাও জীবাণুমুক্ত করার জন্য জীবাণুনাশক পানি স্প্রে করা হয়। এছাড়া একটি ট্রাকে মাইক লাগিয়ে সকলকে ঘরে থাকার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বাইরে বের হলে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয়।
Leave a Reply