বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী কোন এলাকা লকডাউন হলে সে এলাকার ব্যাংকের শাখাসমূহ বন্ধ থাকলেও সিলেটে লকডাউন এর মধ্যে ব্যাংকের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) থেকে সিলেটের ব্যাংকসমূহ খোলা থাকবে।
এ বিষয়ে সিলেটের সকল তফশিলী ব্যাংককে নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। আজ রবিবার (১২ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় গতকাল শনিবার ( ১১ এপ্রিল) সিলেটকে লকডাউন ঘোষণা করা হয়। এ লকডাউন থেকে জরুরি পরিসেবা হিসেবে চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ আওতা মুক্ত থাকবে। ব্যাংকিং সেবা একটি জরুরি পরিসেবা হওয়ায় সকল তফশিলী ব্যাংক লকডাউনের আওতামুক্ত থাকবে।
এবষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন জানান, আগামীকাল থেকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী সীমিত সময়ের জন্য সিলেটের সকল তফশিলী ব্যাংকসমূহ খোলা থাকবে । কারণ চিকিৎসা, কৃষি এসবের মত ব্যাংকিংও একটি জরুরি সেবা।
Leave a Reply