প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। সংক্রমণের বিস্তার ঠেকাতে দেশে দেশে জারি করা হয়েছে লকডাউন। বাংলাদেশেও কয়েকটি উপজেলা ও এলাকায় এই একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনগণ যাতে বাড়ির বাইরে না যায়, তাই ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহন।
ফলে দেশজুড়ে দৃশ্যত লকডাউনই চলছে। কোলাহলহীন রাজধানী শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, রাস্তাগুলো একেবারেই ফাঁকা। নেই কোনো জনসমাগম, নেই কোনো কোলাহল। কিছুক্ষণ পর পর দুই-একজন মানুষ বা দুই-একটা ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। খুবই স্বল্প সংখ্যায় চলছে রিকশা। দোকান-পাট প্রায় সবই বন্ধ। তবে তৎপর দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সেনা সদস্যদের।
কোলাহলহীন রাজধানী দেশের অন্যান্য জেলায়ও এই একই অবস্থা চলছে বলে জানা গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ছাড়া বাকি সব দোকান বন্ধ রয়েছে। মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়ে বিভিন্ন উপজেলায় গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। তাদের সহায়তা করছেন সেনা সদস্যরা। তারা সম্প্রতি বিদেশ থেকে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকা ও একে অন্যের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা, জনসমাগম রোধ করাসহ স্থানীয় বাজারগুলো মনিটরিং করছেন।
Leave a Reply