গেল মার্চে জনপ্রিয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের এস সিরিজের নতুন সদস্য Samsung Galaxy S20 ultra এর মোড়ক উন্মোচন করে ফেলেছে।
স্যামসাং তাদের এস সিরিজে বাজারের আকর্ষন ধরে রাখতে সব সময়ই কিছু না কিছু চমক দিয়ে থাকে Galaxy S20 ultra এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অনেক আধুনিক প্রযুক্তির সংযোজন এতে হয়েছে তবে সবচেয়ে বড় সংযোজন হল এর ৬.৯ ইঞ্চির বিশাল ডায়নামিক এমলেড ডিসপ্লে আর ১০৮ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা। তাছাড়া থাকছে ৫০০০ mAh এর শক্তিশালি ব্যাটারি যা দিয়ে আপনি সারাদিন ফোনটির সেবা নিতে পারবেন এবং এটিকে দ্রুত চার্জ করার জন্য পাবেন ৪৫w ফাস্ট চার্জিরং ক্যাবল। থাকছে ৫জি সুবিধা, Qualcomm SM8250 Snapdragon 865 এর চিপসেট যা ফোনের পার্ফরমেন্সকে কখনই দুর্বল করতে দেবে না। থাকছে IP*6 গ্রেডের পানিরোধী সুবিধা যা আপনাকে দেড় মিটার গভিরতায়ও ৩০ মিনিট ব্যাকআপ দিতে সক্ষম। ফোনটি ডিসপ্লেতে ১৪৪০*৩২০০ মেগাপিক্সেল রেজুলেশন থাকায় আপনি 4K ভিডিও অনায়েসেই উপভোগ করতে পারবেন।
এবারে বলি ক্যামেরার বিষয়ে, এর সেলফি ক্যামেরায় থাকছে ৪০ মেগাপিক্সেলের f/2.2 ওয়াইড ক্যামেরা, মেইন ক্যামেরা প্যানেলে থাকছে যথাক্রমে, ১০৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স, ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেলের ডেফট ভিশন আলট্রা ওয়াইড লেন্স।
এত সুবিধার ভিতরেও কিছু জিনিশ কে আপনাকে এর ফোন ব্যবহারের সময় ছাড় দিয়ে নিতে হবে। এর ভিতরে প্রধান অসুবিধা হল রেয়ার ক্যামেরা অটোফেস রিড করে, এটিতে ১০০x জুম ব্যবহার করে ছবি তুললে ছবিতে গ্রিম এর সৃষ্টি হয় এবং এর অপ্টিকাল স্ট্যাব্লাইজার অপশনটি 4k ভিডিও ছবি তোলার সময় কাজ করে না। যদিও স্যামসাং বলছে পরবর্তী সফটওয়ার আপগ্রেডের সময় তারা ক্যামেরা জনিত সমস্যার সমাধান করে ফেলবে। ফোনটিতে কোন অডিও জ্যাক থাকছে না তাই আপনাকে ওয়ারলেস হেডফোনের উপর আস্থা রাখতে হবে আর ফোনটিতে অলিখিত আরেকটা সমস্যা আছে যেটা সবার জন্য প্রযোজ্য নয়; তা হল এর দাম। স্পেসিফিকেশন ভেদে এর দাম ধরা হয়েছে ১২০০ মার্কিন ডলার থেকে ১৫০০ মার্কন ডলারের মত।
Leave a Reply