পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার( ১৩ জুন) ছেলে কাসিম গিলানি তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় কাসিম গিলানি জানান, বাবার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। গিলানির করোনায় আক্রান্ত হওয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)-কে দায়ী করেছেন তার ছেলে।
টুইটারে কাসিম লিখেছেন, ইমরান খানের সরকার ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিট ব্যুরো ধন্যবাদ! আপনারা সফলভাবে আমার বাবার জীবন বিপন্ন করতে পেরেছেন। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে এনএবি’র এক শুনানিতে হাজির হয়েছিলেন গিলানি। ২০০৮ সালের ২৫ মার্চ পাকিস্তানের ১৮তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইউসুফ রাজা গিলানি। দেশটির সর্বোচ্চ আদালত তাকে অযোগ্য ঘোষণা করে বহিস্কারাদেশ দিলে ২০১২ সালের ২৬ এপ্রিল তিনি ক্ষমতাচ্যূত হন।
পাকিস্তানে করোনায় আক্রান্ত রাজনীতিকদের মধ্যে সর্বশেষ ব্যক্তি গিলানি। এর আগে দেশটির বিরোধী দল পিএমএল-এন ও ক্ষমতাসীন পিটিআই দলের অনেক সদস্য করোনায় আক্রান্ত হন। গত সোমবার জানা গিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি ও বর্তমান সরকারের রেলমন্ত্রী শেখ রশিদ করোনা পজিটিভ। ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৫১ জনের এবং ৫০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছন।
Leave a Reply