টুইটারের ম্যানিপুলেশন পলিসি অমান্য করার দায়ে চীন, রাশিয়া এবং তুর্কির সরকার সম্পৃক্ত ৩২ হাজার ২৪২ অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে টুইটার। এছাড়া এই অ্যাকাউন্টগুলো সাথে সম্পৃক্ত চীনের আরও দেড় লাখ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে টুইটার। খবর এনগ্যাজেট।
৩২ হাজার ২৪২টি অ্যাকাউন্টকে আর্কাইভে রাখা হয়েছে, যা ইন্ডাস্ট্রিতে প্রথম ঘটনা। এই অ্যাকাউন্টগুলো সরকার সম্পৃক্ত তথ্য পরিচালনার প্রমাণ হিসেবে আর্কাইভে রাখা হয়েছে। যেগুলোর মধ্যে চীনের অ্যাকাউন্টের সংখ্যা ২৩ হাজার ৭৫০টি।
চীনের আর্কাইভ ও বাতিল হওয়া অ্যাকাউন্টগুলো দেশটির কমিউনিস্ট পার্টির সাথে সম্পৃক্ত এবং জিওপলিটিক্যাল মিথ্যা তথ্য ছড়াতো। আর তাদের কনটেন্ট প্রচার ও বুস্ট করতে বাকি দেড় লাখ অ্যাকাউন্টকে কাজে লাগানো হতো।
গতবছর হংকং সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে টুইটার, ফেসবুক এবং ইউটিউব যে অ্যাকাউন্টগুলো বাতিল করেছিলো সেগুলোর সাথে এবারের বাতিল হওয়া অ্যাকাউন্টের সম্পৃক্ততা রয়েছে বলেও খবরে বলা হয়।
তুর্কির ৭ হাজার ৩৪০টি অ্যাকাউন্ট সরিয়ে ফেলা ও আর্কাইভ করা হয়েছে। এছাড়া রাশিয়ার ১ হাজার ১৫২টি অ্যাকাউন্ট রয়েছে। যারা টুইটারে রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়াতো।
Leave a Reply