২০২১ সালের শুরুতেই ‘ট্যুরিস্ট ভিসা’ পুনরায় চালু করতে যাচ্ছে সৌদি আরব। শনিবার, দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব জানান এ তথ্য।
জানান- মহামারির কারণে আরোপিত কড়াকড়ি শিথিল হলেই, সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবেন ৪৯ দেশের পর্যটকরা। ২০৩০ সাল নাগাদ, এই খাত থেকে ১০ শতাংশ জিডিপি অর্জনের প্রত্যাশা সরকারের। করোনাভাইরাসের কারনে দেয়া লকডাউন-কড়াকড়িতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে, দেশটির বিমান পরিবহন ও হোটেল ব্যবসা। আগামী গ্রীষ্মে লোকসান পুষিয়ে ওঠার উদ্যোগ নিচ্ছে প্রশাসন।
ফেব্রুয়ারিতে, ২৫টি দেশ থেকে ‘ওমরাহ হজ’ পালনে ইচ্ছুকদের যাতায়াত বন্ধ করে সৌদি আরব। পরের মাসেই, বর্হিবিশ্বের সাথে সবধরণের যোগাযোগ স্থগিত করে দেশটি। করোনাভাইরাসে সৌদিতে মারা গেছেন ৪ হাজার ৬৫৫ জন।
Leave a Reply