কাতারের কাছে এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র- এমন চিন্তায় উদ্বিগ্ন ইসরায়েল। তেল আবিবের বিরোধিতা সত্ত্বেও কাতারকে এ যুদ্ধবিমান দেয়ার সম্ভাবনা জানিয়েছে দেশটির জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিজ।
তেল আবিবের জ্বালানিমন্ত্রী বলেন, কাতার যদি এফ-৩৫ চায় এবং তারা অর্থ পরিশোধ করে, খুব দ্রুতই অথবা দেরিতে হলেও পাবে। এতে আমার কোনো সন্দেহ নেই। এ বিষয়টি অবশ্যই আমাদের বিবেচনায় নিতে হবে। কেননা, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তার নিজ স্বার্থই দেখবে। তিনি আরও বলেন, ‘ওয়াশিংটন ফিরিয়ে দিলে রাশিয়া কিংবা চীন কাতারের কাছে তাদের নিজস্ব যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেবে। ওয়াশিংটন কখনো এটি চাইবে না’
এর আগে ইসরাইলের গোয়েন্দামন্ত্রী এলি কোহেন জানান, কাতারের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির যে কোনও উদ্যোগের বিরোধিতা করবে তেল আবিব।
Leave a Reply