ইরান নাতাঞ্জ ও ফোর্দো পরমাণু স্থাপনায় উন্নতমানের সেন্ট্রিফিউজ বসিয়েছে যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়ানো যায়। বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ- তে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদি।তিনি জানান, দেশের পরিশ্রমী বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ৩৪৮টি আইআর-২ সেন্ট্রিফিউজ বসানো হয়েছে। এটা আইআর-১ সেন্ট্রিফিউজের চেয়ে চারগুণ গুণ ক্ষমতাসম্পন্ন।ksrmকাজেম গরিবাবাদি ওই টুইট বার্তায় আরও জানান, ফোর্দো পরমাণু স্থাপনায় আইআর-৬ সেন্ট্রিফিউজ বসানো হয়েছে এবং সামনে আরও নতুন কিছু আসছে। এছাড়া ফোর্দো পরমাণু স্থাপনায় আরও আইআর-৬ সেন্ট্রিফিউজ বসানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটি।অপর এক পোস্টে ইরানের এ প্রতিনিধি জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে ইরানের এসব কর্মতৎপরতা সম্পর্কে জানানো হয়েছে। যা কিনা তারা ইচ্ছা করলে পরিদর্শন করতে পারবে।
Leave a Reply