সুসজ্জিত গাড়ির ওপর নাচছিলেন কনে। বর ও কনের বাড়ির সদস্যরা ঘিরে রেখেছিলেন গাড়িটিকে। মহাসড়কের পাশে ধীরগতিতে চলছিল গাড়িটি। তবে কিছুক্ষণের মধ্যেই তছনছ হয়ে যায় সব। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি এসে পিষে ফেলে ওই বিয়ে বাড়ির কয়েক যাত্রীকে।সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের মুজাফফর নগরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বর অঙ্কুরের চাচাত ভাই প্রমোদ নিহত হন। গুরুতর আহত হন অনেকে। তাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ভারতীয় গণমাধ্যম জানায়, বরযাত্রীরা ধীরে ধীরে বিয়ের দিকে মণ্ডপের দিকে এগোতে শুরু করেছিলেন। তবে তারা কেউই নাচতে নাচতে খেয়াল করেননি যে তারা মহাসড়কের ওপর চলে এসেছেন। তখনই উল্টোদিক থেকে তুমুল বেগে একটি গাড়ি এসে ধাক্কা মারে বরযাত্রী সদস্যদের। ঘটনাস্থলেই বর অঙ্কুরের চাচাত ভাই প্রমোদ মারা যায়। গুরুতর আহত হন অনেকে। তাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার গভীর দুঃখ প্রকাশ করেন অনেকে।
Leave a Reply