বিশ্বের নামকরা সামাজিক মাধ্যমগুলোর ওপর জরিমানা আরোপ করেছে তুরস্ক। বুধবার দেশটি ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউব, পেরিস্কোপ, এবং টিকটকের ওপর ১ দশমিক ১ মিলিয়ন ইউরো জরিমানা করেছে।চলতি বছরের জুলাইতে নতুন ডিজিটাল আইন চালু করে তুরস্ক। এরই প্রেক্ষিতে এসব সামাজিক মাধ্যমগুলো প্রতিনিধি তুরস্কে নিয়োগ না দেয়ায় এই জরিমানা করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।গত ১৭ বছর ধরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমলে দেশটির গণমাধ্যমগুলোর ‘কড়া দমননীতি’ চলে। আর এই বছর সামজিক মাধ্যমগুলোর ওপর নজর দেয় এরদোয়ান। ক্ষমতাসীন সরকারের নীতির কেউ সমালোচনা যেন করতে না পারে তার কারণে এসব পদক্ষেপ বলে অভিযোগ।তুরস্ক সরকারের সামাজিক মাধ্যমের জন্য নতুন এই আইন ১ অক্টোবর থেকে কার্যকর হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিকদের সাইবার ক্রাইম এবং ‘পরনিন্দার’ হাত থেকে রক্ষা করতেই এই আইন।তবে দেশটির বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, সমালোচনা দমাতে এরদোয়ান সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।এদিকে টুইটারে জানিয়েছে, তুরস্ক তাদের কাছে সর্বোচ্চ সংখ্যক কনটেন্ট এবং অ্যাকাউন্ট মুছে দিতে অনুরোধ জানিয়েছে। এএনআই
Leave a Reply