জানুয়ারি মাসে তুরস্কে যাত্রীবাহী গাড়ি ও হালকা বাণিজ্যিক যানবাহনের বিক্রি বেড়েছে ৬০ দশমিক ৩ শতাংশ। গত বছরের প্রথম মাসের সঙ্গে তুলনা করে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) এ হিসাব দিয়েছে দেশটির গাড়ি ব্যবসায়ীদের সংগঠন অটোমোমটিভ ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন।সংগঠনটির দেওয়া হিসাবে দেখা যায়, গত মাসে তুরস্কে মোট ৪৩ হাজার ৭২৮টি যানবাহন বিক্রি হয়েছে। এর মধ্যে যাত্রীবাহী গাড়িই বিক্রি হয়েছে ৩৫ হাজার ৩৫৮টি। অর্থাৎ মোট যানবাহন বিক্রির রয়েছে ৮০ ভাগই যাত্রীবাহী গাড়ি।এসময়ে হালকা বাণিজ্যিক গাড়ি বিক্রি হয়েছে ৮ হাজার ৩৭০টি। এক বছর আগের তুলনায় এ ধরনের গাড়ির বিক্রি বেড়েছে ৫৯.২ শতাংশ। সংগঠনটি বলছে, গত জানুয়ারিতে দেশটির অটোমোবাইল বাজার বেড়েছে প্রায় ৩৬ শতাংশ। এই বৃদ্ধি গত ১০ বছরের মধ্যেও সর্বোচ্চ।
Leave a Reply