কোভিড-১৯ মহামারির বিস্তাররোধে দেশের নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে একটি স্মার্টফোন অ্যাপ চালু করেছে আইসিটি বিভাগ।
বৃহস্পতিবার( ৪ জুন) এক ডিজিটাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ‘করোনা ট্রেসার বিডি’ শীর্ষক অ্যাপটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি এডভাইজার সামি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সহজ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা সম্পাদক মালিহা কাদির, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, টুআই প্রকল্পের পরিচালক ড. আবদুল মান্নান, এটুআই নীতি উপদেষ্টা আনীর চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে করোনা রোগী সনাক্ত করণের দেশী এই অ্যাপটি তৈরিতে কারিগরি সহায়তা করেছে দেশের শীর্ষ স্থানীয় টেক স্টার্টআপ সহজ লিমিটেড। আইসিটি বিভাগের উদ্যোগে অ্যাপটি তৈরিতে কাজ করেছে স্বাস্থ্য অধিদপ্তর, এটুআই (a2i), আইইডিসিআর এবং এসডিএমজিএ। অনুষ্ঠানে মালিহা কাদের জানান, অ্যাপটি ব্যবহারে ইন্টারনেট লাগবে। তবে ব্লুটুথ খোলা রাখার ফলে যেনো ব্যাটারি খরচ বেশি না হয় সে জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার চার দিনের মধ্যে সাধারণত উপসর্গ দেখা দেয়। স্বাস্থ্য অধিদপ্তর এবং আইইডিসিআর এই অ্যাপটির মাধ্যমে তথ্যসংগ্রহ ও বিশ্লেষণের কাজ করবে।
অ্যাপটি পাওয়া যাবে এই ঠিকানায়
Leave a Reply