টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ক্রোম ব্রাউজারে আর এক্সটেনশন থেকে আয় করতে পারবেন না ডেভেলপাররা। যারা এক্সটেনশন তৈরি করে আয় করতে চান তাদেরকে এখন থেকে অন্য কোনো মাধ্যমে এক্সটেনশন বিক্রি করতে হবে।
গুগলের নতুন এই সিদ্ধান্তের ফলে সব এক্সটেনশনই ফ্রিতে ব্যবহার করতে পারবেন ক্রোম ইউজাররা।
ক্রোম ওয়েব স্টোর থেকে পেইমেন্ট ফিচার সরিয়ে নেওয়ার ব্যাপারে গুগল এক বিবৃতি দিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, ক্রোম ওয়েব স্টোর চালুর ১১ বছর পার হয়েছে। সে সময় ওয়েব স্টোরের আইটেম থেকে ডেভেলপারদেরকে আয় করার পথ তৈরি করে দিতে চেয়েছিলাম। এখন এই ইকোসিস্টেমের পরিধি বেড়ছে। পেইমেন্ট প্রক্রিয়া দেখভালের জন্য এখন ডেভেলপারদের কাছে অনেক অপশন রয়েছে।
গত মার্চেই ক্রোম ব্রাউজারে পেইড এক্সটেনশন তৈরির অপশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিলো গুগল। এবার তা স্থায়ীভাবে বন্ধ হতে যাচ্ছে। আগামী ডিসেম্বরে বন্ধ হবে ফ্রি ট্রায়াল অপশন। ডেভেলপাররা ইন-অ্যাপ পার্চেস থেকে আয় করার সুযোগ হারাবেন ফেব্রুয়ারিতে।
Leave a Reply