বাজারে ইতিমধ্যে অনেক মোবাইল কোম্পানি স্মার্ট টিভি এনেছে। এবার সেই পথেই হাটলো অপো। তাঁরা অন্যদের সাথে পাল্লা দিয়ে স্মার্টটিভি এনেছে। ধারণা করা হচ্ছে এইটিভির ভালো সাউন্ড কোয়ালিটি ও পিকচার কোয়ালিটি পাওয়া যাবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, এই টিভিগুলি অ্যান্ড্রয়েড বেসড হতে পারে। এর আগে রেনো ফোর( Reno 4)সিরিজের লঞ্চ ইভেন্টে কোম্পানি একটি টিজার পোস্ট করে এতদিন যে যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অফ থিংস (AIoT) প্রোডাক্ট লঞ্চ করেছে তাও সামনে এনেছিল। এরসাথে জানানো হয়েছিল, খুব শীঘ্রই অপো স্মার্ট টিভি বাজারে আনবে। কোম্পানির কথা মত এবার অপোর -র ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি সাইজের দুটি স্মার্ট টিভি কে থ্রিসি-( 3C) সার্টিফিকেশন সাইটে দেখা গেল।
Leave a Reply