1. taskin.anas@gmail.com : দ্যা ঢাকা প্রেস : দ্যা ঢাকা প্রেস
  2. mdkawsar8297@gmail.com : দ্যা ঢাকা প্রেস : দ্যা ঢাকা প্রেস
  3. raselripe@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
সম্মাননা পেলেন ৫ ফ্রিল্যান্সার নারী — The Dhaka Press
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধান খবর

সম্মাননা পেলেন ৫ ফ্রিল্যান্সার নারী

  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৭৯ বার পড়া হয়েছে

ছেলেদের পাশাপাশি সমানতালে কাজ করে যাচ্ছেন দেশের নারী ফ্রিল্যান্সাররা। প্রশিক্ষণ নিয়ে চাকরি, ব্যবসা কিংবা গৃহিণী- এই সব পরিচয় ছাপিয়ে আইটি সেক্টরে নিজেদের দক্ষ করে ‘ফ্রিল্যান্সার’ পরিচয়ে পরিচিত হচ্ছেন তারা। তাদেরকে আরো এগিয়ে নিতে প্রশিক্ষণার্থীদের মধ্যে সফল ৫জন নারী ফ্রিল্যান্সারকে সম্মাননা জানালো দেশের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট ‘শিখবে সবাই’।সম্মাননা প্রাপ্ত নারী ফ্রিল্যান্সাররা হলেন- গ্রাফিক অ্যান্ড ইলাস্ট্রেশন ডিজাইনার ফাতেমা আলম প্রীতি, সৈয়দা আয়শা নিম্মি, নুসরাত রেদওয়ান, সাফরিনা রিমি ও মানজুআরা নিতু।দেশের সফল ফ্রিল্যান্স গ্রাফিক অ্যান্ড ইলাস্ট্রেশন ডিজাইনার নুসরাত রেদওয়ান এর মতে, ‘নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলেই কেবল সাফল্য পাওয়া সম্ভব। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে শুধুমাত্র কাজের কোয়ালিটিই এনে দিবে সাফল্য।’আরেকজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার মানজুআরা নিতু বলেন, ‘ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে পরিশ্রম আর ইচ্ছার বিকল্প নেই। ফ্রিল্যান্সিং সেক্টরে নারীদের জন্য রয়েছে অপার সম্ভাবনা।’বৃহস্পতিবার (২২ অক্টোবর) শিখবে সবাই এর বনানী শাখায় স্বাস্থ্যবিধি মেনে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) আবদুল কাদের। এসময় বিজয়ীদের মেন্টর ওয়েব ডেভেলপার মিনহাজ ফয়সাল,ফরিদ রনি, গ্রাফিক্স ডিজাইনার রবি খান, নাইমুল হাসান, ভিডিও এডিটর শাহরিয়ার খালেদ, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তফিকুল আরাফাত উপস্থিত ছিলেন।‘শিখবে সবাই’-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) আবদুল কাদের বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ফ্রিল্যান্সারদের অবদান অনস্বীকার্য। এক্ষেত্রে পিছিয়ে নেই নারী ফ্রিল্যান্সাররাও। তাদের উৎসাহ এবং স্বপ্ন দেখাতে পরিবারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা চেষ্টা করছি প্রাতিষ্ঠানিকভাবে নারীদের ফ্রিল্যান্সিং শিখিয়ে স্বাবলম্বী করতে।’প্রসঙ্গত, যারা নিয়মিত ‘শিখবে সবাই’ ফ্রিল্যান্সার কমিউনিটিতে পোস্ট এবং ডেটা সরবরাহ করেছে, তাদের মধ্য থেকে ৫ জনকে সফল নারী ফ্রিল্যান্সার হিসেবে নির্বাচন করে সম্মাননা দেয়া হয়। ‘শিখবে সবাই’ এই পর্যন্ত প্রায় ২ হাজার নারী বিভিন্ন আইটি দক্ষতা এবং ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন। এদের প্রায় সবাই বিশ্বের জনপ্রিয় এবং শীর্ষস্থানীয় অনলাইন কাজের ক্ষেত্র ফাইভার, আপওয়ার্ক, পিপল পার আওয়ারের মতো প্ল্যাটফর্মে কাজ করছেন। আর বাংলাদেশের মোট ফ্রিল্যান্সারের ৯ শতাংশই এখন নারী ফ্রিল্যান্সার। প্রত্যাশা করা হচ্ছে চলতি বছরেই এই হার দশমাংশে উত্তীর্ণ হবে।

ভালো লাগলে এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো খবর

office

34 nawab mansion dhanmondi dhaka

Contact

Email: tdpnewsroom@gmail.com

contact:01979899122

© All rights reserved 2020 thedhakapress

প্রযুক্তি ও কারিগরি সহায়তাঃ WhatHappen